Local Guides World

Mahabub Hasan

1 Bewertungen auf 1 setzt
মিরপুর 2 নাম্বার সেক্টর এর ডি ব্লকে অবস্থিত এই রেস্টুরেন্টটি একটু ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে যেখানে লাইটের ব্যবহার প্রচুর। ভবনটির দ্বিতীয় এবং তৃতীয় তলায় ঘিরে রেস্টুরেন্ট। তৃতীয় তলায় রুফটপ এ সাজানো হয়েছে একটু খোলামেলাভাবে যেখানে পরিবার-পরিজনকে নিয়ে বিকেলে খাবারের স্বাদ গ্রহণ করতে পারবেন। চাইনিজ ইন্ডিয়ান এবং দেশীয় খাবারের সমারোহ। আমরা এখানে Garlic Mushroom , Chicken lollipop খেয়েছি দুটোই বেশ সুস্বাদু। সেরা ফ্রাইড রাইসের বেশকিছু কম্ব প্যাকেজ রয়েছে।
হুইল চেয়ার নিয়ে প্রবেশের কোনো ব্যবস্থা নেই কিংবা নিজস্ব পার্কিং তাই রাস্তায় নিজ দায়িত্বে গাড়ি রাখতে হবে